স্কুল ছুটি হয়ে গেছে। হঠাৎ ঝড় ও বৃষ্টি আসায় বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিল সাইফুল ইসলাম (১১)। বিদ্যালয়ের টিনশেডের ভবনের একটি কক্ষে বসে অপেক্ষা করছিল সে। এ সময় পাশের নির্মাণাধীন ভবন থেকে বিম পড়ে টিনশেডের ওপর। এতে ঘটনাস্থলেই মারা যায় সাইফুল।
আজ সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে কুমিল্লা নগরের নোয়াগাঁও চৌমুহনীর অদূরে রেললাইনের পাশের নূর আইডিয়াল স্কুলে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল নগরের শাকতলা এলাকার অলিউল্লাহর ছেলে। সে নূর আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
শিশুটির বাবা অলিউল্লাহ বলেন, ‘আমার দুই ছেলে। সাইফুল ইসলাম ও সাকিব ইসলাম। সাইফুল পঞ্চম ও সাকিব দ্বিতীয় শ্রেণিতে পড়ত। দুই ভাই প্রতিদিন একসঙ্গে স্কুলে যায়। দুই ভাইয়ের আর একসঙ্গে স্কুলে যাওয়া হবে না আর কোনো দিন।’
স্থানীয় লোকজন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় ছুটি হয়ে যায়। তখন বৃষ্টি শুরু হয়। ওই ছাত্র বৃষ্টি কমার অপেক্ষায় শ্রেণিকক্ষে বসে ছিল। এ সময় পাশের নির্মাণাধীন ভবন থেকে বিম পড়ে ওই ছাত্র মারা যায়।
প্রধান শিক্ষক আশিকুর রহমান বলেন, ‘ক্লাস শেষে এ দুর্ঘটনা ঘটে। এতে আমাদের ছাত্র মারা যায়।’
পাশের নির্মাণাধীন ভবনের মালিক কুমিল্লা নগরের ইবনে তাইমিয়া স্কুল ও কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলম। তাঁর মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, এ ঘটনায় মামলা হবে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।