মৌলভীবাজারের তরুণ আইনজীবী মিজানুরের খোঁজ নেই দুই সপ্তাহ

নিখোঁজ মিজানুর রহমান
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের তরুণ আইনজীবী মিজানুর রহমানকে (৩০) দুই সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবার ও পুলিশ বিভিন্নভাবে তাঁর খোঁজ করছে। কিন্তু এ পর্যন্ত সব চেষ্টাই ব্যর্থ হয়েছে।

মিজানুর রহমান মৌলভীবাজারের রাজনগর উপজেলার সুরিখাল গ্রামের সৌদিপ্রবাসী মো. আবুল হাসানের ছেলে। ১০ জুলাই সকাল ১০টার দিকে এক বন্ধুর সঙ্গে দেখা করার জন্য মৌলভীবাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এর কিছুক্ষণ পর থেকেই তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। কারও সঙ্গে তিনি যোগাযোগ করেননি, অন্য কারও কাছ থেকেও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের দিন রাতেই মিজানুরের ভগ্নিপতি মো. সরোয়ান খান রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মিজানুর রহমান ২০২১ সালে বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিলেটের একাধিক জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে কিছুদিন আইন পেশায় যুক্ত ছিলেন। তবে বছরখানেক ধরে তিনি উচ্চশিক্ষা অর্জনের জন্য যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করছিলেন। ৯ জুলাই তিনি পরিবারকে জানিয়েছিলেন, ১১ জুলাই যুক্তরাজ্যের দূতাবাস থেকে তাঁর শিক্ষার্থী ভিসা সংগ্রহের কথা রয়েছে। কিন্তু ১০ জুলাই সকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন তিনি।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘আমরা চেষ্টার কোনো ত্রুটি করছি না। যেখানে যাওয়া লাগে, সেখানেই যাচ্ছি। খাগড়াছড়িতেও পুলিশ গেছে। তাঁকে খুঁজে পেতে সব ধরনের চেষ্টা চলছে।’