মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে গৌরনদীতে যাত্রীবাহী বাস পুকুরে

ঢাকা–বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে যায়। শনিবার সকালে
ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলায় বিপরীতমুখী একটি মাহিন্দ্রার (তিন চাকার যান) সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে গেছে। এতে ঘটনাস্থলে চালকের সহকারী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ১৫ যাত্রী।

আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলামিন হাওলাদার (৩০)। তিনি আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের ফরহাদ হাওলাদারের ছেলে। আহত অবস্থায় দুই যাত্রীকে বরিশালের শের–ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ১৩ যাত্রীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনা-কবলিত বাসের যাত্রী রবিন হোসেন ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ঢাকা মহানগরীর গাবতলী বাস টার্মিনাল থেকে ৪০-৪২ যাত্রী নিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাসটি আজ সকাল সাতটার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটের উদ্দেশে রওনা দেয়। বেলা পৌনে ১১টার দিকে গৌরনদীর কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাসকে পাশ কাটায় গোল্ডেন লাইনের বাসটি। এ সময় বাসের সামনে একটি মাহিন্দ্রা চলে আসে। সে মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়।

চলছে উদ্ধারকাজ।

খবর পেয়ে গৌরনদী ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহত ব্যক্তিরা হলেন গৌরনদী এলাকার খাদিজা বেগম (২৫), ফাতেমা বেগম (৬৫), শিফাত (৯), সিয়াম (৯), গৌরনদীর আশোকাঠি গ্রামের মাহামুদা জাহান (৫০), লামিয়া খানম (২৮), জাকিয়া খানম (১৩), সাকিলা (১০), আরিফ (১০), বিল্বগ্রাম এলাকার বেনু বেগম (৬৫), আগৈলঝাড়ার পতিহার গ্রামের সুনীল বিশ্বাস (৬০), নমিতা বিশ্বাস (৫২), বাগধা গ্রামের সাহিদা বেগম (৫৫)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া অপর দুজনের পরিচয় জানা যায়নি।

গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক মো. রুহুল আমিন বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পুকুর সেচে গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।