যশোর সদর উপজেলায় সোহেল রানা (৩৫) নামের দুবাইপ্রবাসী এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে। বুধবার রাত আটটার দিকে সদর উপজেলার কামারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
সোহেল সদর উপজেলার হালসা গ্রামের আবদুর রউফ বিশ্বাসের ছেলে। তিনি পাঁচ বছর দুবাইপ্রবাসী। দুই মাস আগে দেশে ফিরেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর সোহেল রানা মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী আলমনগর গ্রামে শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশে রওনা হন। কামারবাড়ি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোহেল রানার ভাই শাকিল আহমেদ বলেন, পাঁচ বছর আগে বিয়ে করেন সোহেল। তাঁদের দেড় বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। সোহেল স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে দীর্ঘদিন ধরে দুবাইয়ে ছিলেন। মাস দুয়েক আগে সোহেল বাড়িতে ফিরে এসেছেন। দীর্ঘদিন বিদেশে থাকায় তাঁর স্ত্রীর সঙ্গে আলমনগর গ্রামের ফারাবির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের এই প্রেমে বাধা হয়ে দাঁড়ান সোহেল। তাই সোহেলকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার হত্যার ষড়যন্ত্র করে স্ত্রী ও ফারাবি। সেই পরিকল্পনার অংশ হিসেবে বুধবার বিকেলে সোহেলকে তাঁর শ্বশুরবাড়িতে যেতে বলেন। পথে তাঁকে ছুরি মেরে হত্যা করেন ফারাবি।
তবে আহাজারি করতে করতে সোহেলের স্ত্রী বলেন, স্বামী ছাড়া কারও সঙ্গে তাঁর কোনো প্রেমের সম্পর্ক নেই। তিনি স্বামী হত্যার শাস্তি চান।
জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম চৌধুরী বলেন, ‘হত্যাকাণ্ডের পর আমরা ঘটনাস্থলে এসেছি। পরকীয়া প্রেমের কারণে সোহেলকে হত্যা করা হতে পারে, এমন কথা আমরাও শুনছি। তবে কী কারণে, কে বা কারা হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।’