আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা রাত সাড়ে ৯টায় এই আসনের সব কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
আব্দুর রাজ্জাক নৌকা প্রতীকে ১ লাখ ৭৪ হাজার ১২২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য খন্দকার আনোয়ারুল হক ট্রাক প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১৭৮ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আলী (লাঙ্গল) পেয়েছেন ৩ হাজার ৬৭৪ ভোট এবং কৃষক শ্রমিক জনতা লীগের ফারুক আহমেদ (গামছা) পেয়েছেন ১ হাজার ৭৪২ ভোট।
এ আসনে মোট ৪ লাখ ১২ হাজার ৩২৪ জন ভোটারের মধ্যে ১ লাখ ৮৬ হাজার ৫৩৪ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট পড়ার হার ৪৫ দশমিক ২৪ শতাংশ।
আব্দুর রাজ্জাক এ আসন থেকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার পদ ছেড়ে তিনি রাজনীতিতে আসেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর দায়িত্ব পান। ২০১৪ সালে ও ২০১৮ সালেও নৌকার প্রার্থী হিসেবে বিজয়ী হন। গতবার বিজয়ী হওয়ার পর তিনি কৃষিমন্ত্রীর দায়িত্ব পান।