নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঢাকাগামী ট্রেনের সঙ্গে সিমেন্টবোঝাই ভটভটির সংঘর্ষে ভটভটিচালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে ট্রেনের তেলের ট্যাংকে ছিদ্র হয়ে যায়।
আজ শনিবার বেলা তিনটার দিকে ফতুল্লার দাপা শিহাচর এলাকার শাহজাহান রি-রোলিং কারখানার সামনে অবৈধ লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ওই ভটভটিচালকের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বেলা তিনটার দিকে সদর উপজেলার দাপা শিহাচর এলাকায় শাহজাহান রি-রোলিং কারখানার সামনে অবৈধ লেভেল ক্রসিং পারাপারের সময় ঢাকাগামী ট্রেনের সঙ্গে সিমেন্টবোঝাই একটি ভটভটির সংঘর্ষ হয়। সংঘর্ষে ভটভটিটি ছিটকে দূরে গিয়ে পড়ে এবং ভটভটির চালক গুরুতর আহত হন। এ সময় ভটভটির ধাক্কায় ট্রেনের জ্বালানি¦তেলের ট্যাংকে ছিদ্র হয়ে যায়। ট্রেনটি দুর্ঘটনাস্থলে থেমে যাওয়ার কিছুক্ষণ পর চালক ট্রেনটি চালিয়ে ফতুল্লা স্টেশনে নিয়ে যান।
চাষাঢ়া রেলস্টেশনের মাস্টার খাজা সুজন প্রথম আলোকে বলেন, ফতুল্লা স্টেশনের কাছাকাছি এলাকায় শাহজাহান রি-রোলিং কারখানার সামনে অবৈধ লেভেল ক্রসিংয়ে ট্রেন-ভটভটির সংঘর্ষে জ্বালানি¦তেলের ট্যাংকে ছিদ্র হয়ে যায়। পরে ফতুল্লা স্টেশন থেকে ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তিনি বলেন, সংঘর্ষের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে। বিকেল ৪টা ১০ মিনিটের এক জোড়া ট্রেনের যাত্রা বাতিল করা হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
নারায়ণগঞ্জ রেল পুলিশের পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, অবৈধ লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ভটভটির সংঘর্ষে ভটভটির চালক গুরুতর আহত হয়েছেন। শুনেছেন তাঁর এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত চালকের নাম ও পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।