মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর পাঁচজন। আজ সোমবার সকালে উপজেলার কুচিয়ামোড়া এলাকার নদীয়া সেতুর ওপর এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম পান্না বণিক (৩৫)। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বসাকপাড়া এলাকার বাসিন্দা। আহত পাঁচজনের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রাইভেট কারে চড়ে কিশোরগঞ্জ থেকে মাওয়া ঘাটের দিকে ঘুরতে যাচ্ছিলেন পান্না বণিক ও তাঁর স্বজনেরা। প্রাইভেট কারটি আজ সকালে সোয়া ছয়টার দিকে সিরাজদিখানের ধলেশ্বরী টোল প্লাজার কিছু আগে নদীয়া সেতুর ওপর উঠলে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি ক্ষতিগ্রস্ত হয়। প্রাইভেট কারে থাকা পান্না বণিক ও তাঁর স্বজনেরা বাইরে বের হয়ে এক্সপ্রেসওয়েতে দাঁড়ান। এ সময় অপর একটি কাভার্ড ভ্যান তাঁদের ধাক্কায় দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে পান্না বণিক মারা যান।
স্বাস্থ্য কমপ্লেক্সটির জরুরি বিভাগের চিকিৎসক ক্যামেলিয়া সরকার প্রথম আলোকে বলেন, আজ সকাল ৬টা ৫০ মিনিটে ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে এক নারী হাসপাতালে আনার আগেই মারা গেছেন। বাকি পাঁচজন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
সিরাজদিখানের হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী প্রথম আলোকে বলেন, গাড়ির মাত্রাতিরিক্ত গতি ও ঘন কুয়াশার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত নারীর লাশ থানায় আছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
এদিকে গতকাল এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ১০টি গাড়ির সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন।