ঢাকা-রংপুর মহাসড়কের রংপুরের দমদমা সেতুর কাছে লেন পরিবর্তনের ব্যবস্থা রাখার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রংপুরের দমদমা এলাকা রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (আরটিটিসি) সামনে এই সড়ক অবরোধ করা হয়। ঘণ্টাব্যাপী এই বিক্ষোভে ঢাকা-রংপুর মহাসড়কের ওই স্থান দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
বক্তারা অভিযোগ করেন, ঢাকা-রংপুর মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে। এর মধ্যে রংপুর মডার্ন মোড় থেকে দমদমা সেতু এলাকা প্রায় তিন কিলোমিটার। এই মহাসড়কের দুই পাশে কয়েকটি গ্রাম রয়েছে। আছে আরটিটিসির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কিন্তু মহাসড়কে লেন পরিবর্তনের জন্য কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি। এতে আরটিটিসির শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়ছেন। তাঁরা মড়ক পারাপারের জন্য পদচারী সেতু এবং লেন পরিবর্তনের ইউটার্ন চান।
পুলিশ ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, রংপুরের দমদমা এলাকার স্থানীয় বাসিন্দা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা ওই এলাকায় চার লেনের ঢাকা-রংপুর মহাসড়কে লেন পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ কারণে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
সড়ক অবরোধের খবর পেয়ে সেখানে পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক মুহাম্মদ আলমগীর হোসেন, রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাজমুল হক ও সাসেক সড়ক সংযোগ-২ প্রকল্পের উপপ্রকল্প ব্যবস্থাপক নাসিদ হাসান উপস্থিত হন। তাঁরা জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। দুপুর পৌনে ১২টার দিকে শিক্ষার্থী ও এলাকাবাসী সড়ক অবরোধ প্রত্যাহার করেন।
রংপুরের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম সরদার প্রথম আলোকে বলেন, উপস্থিত সাসেক কর্মকর্তা আগামীকাল বুধবার সড়ক ও জনপথের কর্মকর্তারা আরটিটিসির অধ্যক্ষের সঙ্গে সমস্যা সমাধানে বসবেন, এই আশ্বাসে শিক্ষার্থী ও এলাকাবাসী অবরোধ তুলে নেন। সাসেক-২ প্রকল্পের উপপ্রকল্প ব্যবস্থাপক নাসিদ হাসান বলেন, শিক্ষার্থীদের অবরোধের বিষয়টি তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।