ময়মনসিংহের ভালুকায় দখলে বিপর্যস্ত ধোবাজান খালের প্রবাহ ফেরানোর কাজ শুরু হয়েছে। আজ শনিবার
ময়মনসিংহের ভালুকায় দখলে বিপর্যস্ত ধোবাজান খালের প্রবাহ ফেরানোর কাজ শুরু হয়েছে। আজ শনিবার

দখলে বিপর্যস্ত ধোবাজান খালের প্রবাহ ফেরানোর উদ্যোগ

ময়মনসিংহের ভালুকায় দখল–দূষণে বিপর্যস্ত ধোবাজান খালের প্রবাহ ফেরানোর কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার প্রবাহ ফেরানোর কাজ শুরু হয়েছে।

স্থানীয় লোকজন জানান, উপজেলার রাজৈ ইউনিয়নের পোনাশাইলের খিরু নদ থেকে ধোবাজান খালটি উৎপত্তি হয়ে মল্লিকবাড়ির ধামশুর মৌজায় খিরু নদে মিলিত হয়েছে। অন্তত আট কিলোমিটার খালটি উপজেলার মল্লিকবাড়ি ও ভালুকা ইউনিয়নের কাঁঠালী ও ধামশুর গ্রামের ভেতর দিয়ে ধোবাজান খালটি বয়ে গেছে। এই খাল দিয়ে এলাকার পানি নেমে যেত। কিন্তু পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে অবৈধভাবে নির্মিত স্থায়ী অবকাঠামো তৈরি করে ফেলে অসাধু লোকজন। এতে ৫০-৬০টি পরিবার সারা বছর কষ্টে পড়ে। এলাকার পানিপ্রবাহ বন্ধ থাকায় প্রায় সারা বছর পানিতে নিমজ্জিত থাকে ফসলি জমি। এলাকাটিতে চলাচলের রাস্তা পানির নিচে তলিয়ে থাকে, পুরো জমি যেন প্রভাবশালীরা কিনে নিতে পারে, সে জন্য এই অবস্থা করা হয়।

স্থানীয় লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে আজ শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীবের নেতৃত্বে খননযন্ত্র নিয়ে কাঁঠালী এলাকায় যায় প্রশাসন। খনন করে খালটির প্রবাহ আটকে রাখা স্থানটি কাটতে শুরু করেন।

ফারহান লাবীব বলেন, বাটারফ্লাই নামে একটি কোম্পানি খালটি ভরাট করে দখল করে নেয়। এতে পানিপ্রবাহ বন্ধ হওয়ার কারণে এলাকার বাসিন্দারা দুর্ভোগে পড়েন। ২০১৭ সালের পর থেকে এ অবস্থা চলছিল। ঘটনাটি জানার পর খালটিতে প্রবাহ ফেরানোর কাজ শুরু হয়েছে। আজ অন্তত ৫০০ মিটার কেটে দেওয়া হয়েছে। আরও ৫০০ মিটারের মতো রয়েছে, সেটিও অপসারণ করা হবে।