জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্রীকে লক্ষ্য করে অশালীন যৌন অঙ্গভঙ্গির অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ইকবাল হোসেন (৪০) রাজশাহীর বোয়ালিয়া থানার বাসিন্দা। তিনি বর্তমানে রাজধানীর উত্তরায় থাকেন।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকা থেকে জয় বাংলা ফটক–সংলগ্ন সড়কের গার্ডরুমে উলঙ্গ হয়ে বসে ছিলেন। এ সময় তিনি কয়েকজন ছাত্রীকে দেখে কুরুচিপূর্ণ আচরণ ও যৌন অঙ্গভঙ্গি করেন। এমন আচরণে ছাত্রীরা চিৎকার দিলে আশপাশের শিক্ষার্থীরা এসে জড়ো হয়ে তাঁকে গণধোলাই দেন। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয়ে হস্তান্তর করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আটকের পর অভিযোগের কথা স্বীকার করে ইকবাল হোসেন বলেন, ‘আমি উত্তরা থেকে এখানে ঘুরতে এসেছিলাম। গার্ডরুমে বসে কুরুচিপূর্ণ ইঙ্গিত দিয়েছি। আমি অন্যায় করেছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মকর্তা রাসেল মিয়া বলেন, অভিযুক্ত ব্যক্তি ছাত্রীদের যৌন হেনস্তা করেছেন। নিরাপত্তারক্ষীরা তাঁকে নিরাপত্তা অফিসে নিয়ে এসেছেন। এখনো ভুক্তভোগী কারও কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় আইনি কোনো পদক্ষেপ নিতে পারছেন না। তবে অভিযুক্ত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।