গুলিবিদ্ধ জহিরুল ইসলাম
গুলিবিদ্ধ জহিরুল ইসলাম

ফেনীতে ফুটবল খেলা কেন্দ্র করে হামলা, ব্যবসায়ী গুলিবিদ্ধ

ফেনীতে ফুটবল খেলা কেন্দ্র করে হামলায় এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় হামলাকারীরা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।

শুক্রবার বিকেলে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কালিদহ বাজারে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা।

গুলিবিদ্ধ জহিরুল ইসলাম (৪০) সদর উপজেলার কালিদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে। তিনি কালিদহ বাজারের ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার বিকেলে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কালিদহ বাজারে কালিদহ গ্রাম ও হাফিজিয়া গ্রামের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ চলছিল। একপর্যায়ে খেলায় ফাউল করাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়।

এরপর হাফিজিয়া গ্রামের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসহ কালিদহ গ্রামের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় কালিদহ গ্রামের জহিরুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে আহত হন। হামলাকারীরা এ সময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন আহত জহিরুলকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শেখ সাইদুর রহমান বলেন, জহিরুল ইসলামের পেটের নিচে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা নুরুল হক বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা হয়েছে। হামলাকারীদের একজনের হাতে বন্দুক ও অনেকের হাতে দেশীয় অস্ত্র ছিল বলে স্থানীয় লোকজন তাঁকে জানিয়েছেন।

ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িত ব্যক্তিদের ধরতে তৎপরতা অব্যাহত রয়েছে।