যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো বিবাদ নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘প্রত্যেকটা রাষ্ট্রই সার্বভৌম এবং তার অবস্থান থেকে স্বাধীন। তাদের নিজ নিজ সংবিধান আছে। বাংলাদেশও স্বাধীন একটি দেশ, আমরা আমাদের স্বার্থের কথা বিবেচনায় রেখে কাজ করব। তারা (যুক্তরাষ্ট্র) তাদের স্বার্থে কাজ করবে।’
আজ বৃহস্পতিবার সুনামগঞ্জের শান্তিগঞ্জে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। দুপুরে শান্তিগঞ্জের একটি বেসরকারি সংস্থার মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
ওই মতবিনিময় সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো বিবাদ নেই। তাদের কাজ তারা করবে, আমরা আমাদের মতো কাজ করে যাব। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কেউ বাধা দিলে, আমেরিকা নয়, আমরাই দেশের প্রচলিত আইনে তাঁকে শাস্তি দেব।’
তিনি আরও বলেন, ‘আমেরিকা তো আমাদের শাস্তি দিতে পারবে না? যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়। তারা যদি আমাদের ভিসা না দেয়, তাহলে আমাদের কী করার আছে? এটা কোনো ভয়ের বিষয় নয়।’
নির্বাচনকে বাধাগ্রস্ত করা গণতন্ত্রের কাজ নয় উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে স্থিতিশীলতা বজায় রাখতে হবে। নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করলে, নির্বাচন কমিশন আইন অনুযায়ী তাঁদের বিচারের ব্যবস্থা করা হবে। নিত্যপণ্যের বাজারে পেঁয়াজের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ‘পেঁয়াজের দাম বাড়ছে, এটা দুঃখজনক। পেঁয়াজের দাম আর বাড়তে দেওয়া যাবে না। পেঁয়াজের সিন্ডিকেট থাকলে তা খতিয়ে দেখব। সাধারণ ভোক্তাদেরও সঞ্চয়ী হতে হবে।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এতে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (পূর্বাঞ্চল) এস এম শহিদুল ইসলাম, উত্তর-পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা-১) মুহাম্মদ আবদুর রাকিব, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, হাওর বাঁচাও আন্দোলনের নেতা বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রমুখ বক্তব্য দেন।