অর্থ কেলেঙ্কারি, নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করাসহ নানা অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আল মামুনের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে বিভাগের শ্রেণিকক্ষ ও অফিসকক্ষে তালা ঝুলিয়ে এ বিক্ষোভ শুরু করেন তাঁরা।
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যাপক আবদুল্লাহ আল মামুন বিভাগের নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য, বিভাগের উন্নয়ন তহবিলের অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা, ফল বিপর্যয় ও পাঠদানে ফাঁকি দিয়েছেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়ে ফেসবুকে পোস্ট ও বিপ্লবের বিরুদ্ধে কাজ করার জন্য নগদ অর্থের প্রলোভন দেখিয়েছেন বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তাঁরা বলছেন, ওই শিক্ষকের অপসারণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নওশিন ইসলাম বলেন, ‘আমাদের বিভাগের সেশনজট, অর্থ কেলেঙ্কারিসহ বিভিন্ন অন্যায়ের সঙ্গে আবদুল্লাহ আল মামুন জড়িত। তিনি বিভিন্ন সময় নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে হেনস্তা করেছেন। এমনকি বোরকা পরা নিয়ে খারাপ মন্তব্য করেছেন। এমন একজন শিক্ষককে বিভাগের কোনো শিক্ষার্থীই চায় না। তাঁর অপসারণের দাবিতে উপাচার্য বরাবর আবেদনপত্র দেওয়া হয়েছে। প্রশাসন থেকে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
এ বিক্ষোভের বিষয়ে বিভাগের বর্তমান সভাপতি সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগের শৃঙ্খলা রক্ষার স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। আমরা কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’
এদিকে, বেলা ৩টার দিকে শিক্ষার্থীরা বিভাগের সামনে থেকে সড়ে যান। তবে বিভাগের অফিস ও শ্রেণিকক্ষে তালা ঝুলছিল