চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার চার ব্যক্তি
চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার চার ব্যক্তি

লোহাগাড়ায় অভিযান

এক বাড়িতেই মিলল মদ, গাঁজা ও ইয়াবা, সঙ্গে ১৪টি ছুরি-চাপাতি

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি বসতঘরে অভিযান চালিয়ে অস্ত্র, মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাজীপাড়া এলাকায় ওই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর লোহাগাড়া উপজেলা জোনের দায়িত্বপ্রাপ্ত মেজর মো. সাঈদ হাসান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাজীপাড়ার বাসিন্দা মো. কামাল (৪৫), মো. এরশাদ (২১), সাতকানিয়া উপজেলার গোয়ালিয়াপাড়ার বাসিন্দা মো. হোসেন (৪০) এবং আলুরঘাট এলাকার বাসিন্দা আমিনুর ইসলাম (৪৭)। অভিযানে তাঁদের কাছ থেকে ৩৭৭টি ইয়াবা, ১২৬ গ্রাম গাঁজা, ১০ লিটার দেশি মদ, ৭টি চাপাতি, ৭টি চাকু, ১টি সিএনজিচালিত অটোরিকশা, ১১টি মুঠোফোন ও ২ রোল অ্যালুমিনিয়াম ফয়েল উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, মো. কামাল নামের একজন মাদক নিয়ে তাঁর বাড়ির উদ্দেশে যাচ্ছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর টহল টিম অভিযান চালায়। এ সময় কামাল উদ্দিনের বাড়ি থেকে মাদক, অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের লোহাগাড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার চারজনের নামে অস্ত্র ও মাদক আইনে থানায় দুটি মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁদের চট্টগ্রাম আদালতে পাঠানো হবে।