ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলের ঘাট এলাকায় সুতিয়া নদীতে ভেঙে পড়া বেইলি সেতু। আজ বুধবার বিকেলে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলের ঘাট এলাকায় সুতিয়া নদীতে ভেঙে পড়া বেইলি সেতু। আজ বুধবার বিকেলে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে বেইলি সেতু ভেঙে পড়ল নদীতে

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকায় সুতিয়া নদীর ওপর থাকা একটি বেইলি সেতু ভেঙে গেছে। আজ বুধবার সন্ধ্যার আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় সেতুর ওপর দিয়ে ৪২ চাকার একটি লরি বিদ্যুতের যন্ত্রাংশ নিয়ে পার হচ্ছিল। এ ছাড়া সেতুটিতে ওই সময় একটি ব্যক্তিগত গাড়ি ছিল। সেতু ভেঙে পড়ার সময় ওই দুটি যান নদীতে পড়ে যায়।

তবে সন্ধ্যা ছয়টার দিকে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছানোর পর কাউকে পাননি। গাড়িতে থাকা ব্যক্তিরা ওই পথে চলাচল করা মানুষের সাহায্য নিয়ে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়েছেন।

ত্রিশাল ফায়ার স্টেশনের লিডার সঞ্জয় কুমার বারুরী জানান, আহত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। মহাসড়কের অপর লেন দিয়ে যান চলাচল সচল রয়েছে।

স্থানীয় ‍সূত্রে জানা যায়, বেইলি সেতুটি ১৯৮০ সালের দিকে নির্মাণ করা হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত হওয়ার পর পাশে আরও একটি সেতু হয়। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়নি।