জামালপুর সদর উপজেলায় আক্রাম হোসেন (৩০) নামের এক চালককে গলা কেটে হত্যার পর তাঁর ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের কলতাপাড়া এলাকার একটি ডোবা থেকে আক্রামের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আক্রাম হোসেন সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের গোপালপুর এলাকার গোলাপ হোসেনের ছেলে। গত বুধবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর দেড় মাস বয়সী একটি ছেলেসন্তান আছে। দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে তিনি সংসার চালাতেন। ছিনতাই হওয়া অটোরিকশাটি গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার মির্জাপুর এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে পুলিশ উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার দুপুরে আক্রাম হোসেন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি রাতে আর বাড়িতে ফেরেননি। আত্মীয়স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এরপর গতকাল সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ডোবার মধ্যে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। রাত আটটার দিকে পুলিশ ওই ডোবা থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান। খবর পেয়ে থানায় গিয়ে আক্রামের লাশ শনাক্ত করেন তাঁর পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের জন্য রাতেই লাশটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহব্বত কবীর প্রথম আলোকে বলেন, ওই চালকের গলায় আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের পর আজ দুপুরে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহত ব্যক্তির ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।