সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুস সরকারকে (৬০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা বাজারে এ ঘটনা ঘটে।
আবদুল কুদ্দুস সরকার দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ভোগলমান চারমাথা গ্রামের বাসিন্দা। হামলার সময় তিনি ভোগলমান চারমাথা বাজারে তাঁর ছেলে মো. রুহুল আমীনের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন।
নিহত ব্যক্তির ছেলে রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘দুর্বৃত্তরা উপর্যুপরি গুলি চালিয়ে আমার বাবাকে হত্যা করেছে।’
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যার দিকে ২০-২৫ জন অস্ত্রধারী ভোগলমান চারমাথা বাজারে আসে। তারা হ্যান্ডমাইকে বাজারের লোকজনকে বাজার ত্যাগ করার নির্দেশ দেয় এবং কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে। এর পর সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস সরকারের ছেলের কীটনাশকের দোকানে ঢুকে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁর (কুদ্দুস) ওপর কয়েকটি গুলি চালিয়ে এলাকা ত্যাগ করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তাড়াশ থানা-পুলিশ।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনাস্থল থেকে প্রথম আলোকে বলেন, এখনই কিছুই বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানাবেন।
এদিকে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস সরকারকে হত্যার বিষয়টি জানাজানি হওয়ার পর ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।