অতিরিক্ত যানবাহনের চাপ এবং রাস্তায় গাড়ি বিকল হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে বঙ্গবন্ধু সেতুকে একমুখী (ওয়ানওয়ে) করে উত্তরবঙ্গের দিকে যানবাহন পাড় করা হচ্ছে।
পুলিশ জানায়, গতকাল সোমবার দুপুরের পর থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে। রাতে তা তীব্র হয়। আজ মঙ্গলবার ভোর পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর ওপর এবং সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে কয়েকটি গাড়ি বিকল হয়ে যায়। একদিকে অতিরিক্ত গাড়ির চাপ, অপর দিকে রাস্তার ওপর গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইল পর্যন্ত শত শত যানবাহন রাস্তায় আটকে রয়েছে।
সরেজমিন দেখা যায়, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় যানবাহনের দীর্ঘ সারি। অনেক সময় দাঁড়িয়ে থাকার পর একটু চলতে পারছে, আবার আটকে যাচ্ছে জটে। এভাবেই চলছে যানবাহন। সাভার থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের চালক আবদুল আহাদের সঙ্গে কথা হয় টাঙ্গাইল শহরের বাইপাস সড়কে। তিনি বলেন, আজ ভোর ৪টার দিকে রওনা হয়ে তাঁকে সাভারের বাইপাইল ও গাজীপুরের চন্দ্রা এলাকায় দুই দফায় দুই ঘণ্টার বেশি জটে পড়তে হয়। পরে টাঙ্গাইল এসে আবার পড়েছেন যানজটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ বলেন, যানজট নিরসনের জন্য আজ সকাল ৮টা থেকে সেতুর দুই লেন দিয়েই উত্তরবঙ্গগামী যানবাহন পার করা হচ্ছে। এতে যানজট কমে আসছে।
বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা সূত্র জানায়, স্বাভাবিক সময়ে প্রতি ২৪ ঘণ্টায় ১৫ থেকে ১৮ হাজার যানবাহন সেতু পারাপার হয়। রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ৪৩ হাজার ৪২৭টি যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে।