নোয়াখালীতে সেনাবাহিনীর হাতে আটক প্রতারক আকরাম হোসেন
নোয়াখালীতে সেনাবাহিনীর হাতে আটক প্রতারক আকরাম হোসেন

নিজেকে পরিচয় দিতেন সেনাবাহিনীর ক্যাপ্টেন, ছিল একজন সহযোগীও

নোয়াখালীতে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ভুয়া ক্যাপ্টেনের সহযোগী এক আইনজীবীকেও গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এলাকা থেকে সেনাবাহিনীর একটি দল তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভুয়া ক্যাপ্টেন পরিচয়দানকারী আকরাম হোসেন (৩৮)। তিনি জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজুবলী গ্রামের বাসিন্দা। অপরজন তাঁর সহযোগী, সদর উপজেলার চুলডগী গ্রামের মোহাম্মদ জলিল হোসেন (৩৯)। তিনি পেশায় আইনজীবী।

পুলিশ সূত্রে জানা গেছে, আকরাম হোসেন নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করছিলেন। চাঁদাবাজি ও প্রতারণার শিকার এক পল্লিচিকিৎসকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাম্পের একটি দল গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের সুধারাম থানায় সোপর্দ করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সেনাবাহিনীর অভিযানে ভুয়া ক্যাপ্টেন পরিচয়দানকারী ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে তাঁদের বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজি ও প্রতারণার মামলা করেছেন ভুক্তভোগী পল্লিচিকিৎসক। আজ সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।