সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৬ মে সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, আজ বৃহস্পতিবার সকাল থেকে সিলেটে তাপপ্রবাহ অনুভব করা যাচ্ছে। বেলা তিনটায় সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা সিলেটে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে মাঝারি তাপপ্রবাহ ধরা হয়। সে হিসাবে সিলেটে মৃদু তাপপ্রবাহ চলছে।
এদিকে আজ সকাল থেকে সূর্যের প্রখর খরতাপে পুড়ছে সিলেট। প্রচণ্ডে রোদে ভোগান্তি পোহাচ্ছেন পথচারী ও দিনমজুরেরা। নগরের রাস্তায় মানুষ কম দেখা গেছে। যানবাহন চলাচলও কম চোখে পড়ে। প্রচণ্ড রোদে লোকজন বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না।
সিলেট নগরের পূর্ব জিন্দাবাজার এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মনসুর উদ্দিন বলেন, কয়েক দিনের তুলনায় আজ বেশি গরম অনুভব করছেন। সকালে অফিসে আসার পর দুপুরে কিছু কাজের জন্য বাইরে বের হতে হয়েছিল। এ সময় প্রচণ্ড রোদে কষ্ট পেতে হয়েছে।