ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই নারী আরও তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের মৃত্যু হয়।
এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮৮। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৩৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গু জ্বরে মারা যাওয়া তিনজন হলেন ফরিদপুরের সালথা উপজেলার মাঝিকান্দা এলাকার মকলেছুর রহমানের স্ত্রী আকলিমা বেগম (৫০), মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার দুলাল খানের স্ত্রী রোকসানা বেগম (৪০) ও ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ এলাকার আমির জমাদ্দারের ছেলে আবদুর রব (৫৫)। এর মধ্যে আকলিমা বেগম ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকি দুজন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩৩৫ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৭৩৬ জন। জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৮২৭ জন। এর মধ্যে ১৬ হাজার ৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
জেলা সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণের মধ্যে আনা যাচ্ছে না। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। ডেঙ্গু পরিস্থিতি প্রতিনিয়ত অবনতি হলেও এ ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতাবোধ তেমন কাজ করছে না। জনসাধারণের মধ্যে উদাসীনতার কারণ ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটছে।