বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রবেশ উন্মুক্ত রাখায় টিকিট ছাড়া বিপুল দর্শনার্থী প্রবেশ করেন
বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রবেশ উন্মুক্ত রাখায় টিকিট ছাড়া বিপুল দর্শনার্থী প্রবেশ করেন

বিজয় দিবসে বঙ্গবন্ধু সাফারি পার্কে বিনা মূল্যে প্রবেশ, এসেছেন বিপুল দর্শনার্থী

মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দর্শনার্থীদের বিনা মূল্যে প্রবেশের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া সাফারি পার্কের ভেতরে অবস্থিত শিশুপার্কও উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বিজয় দিবসের দিন শনিবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ সুযোগ ছিল।

আজ দুপুর ১২টার দিকে সাফারি পার্কে গিয়ে দেখা যায়, সেখানে বিপুল দর্শনার্থীর ভিড়। বাইরের পার্কিং এরিয়া ও পার্কের সংযোগ সড়কজুড়ে প্রচুর মানুষের আনাগোনা। মূল ফটক দিয়ে কোনো টিকিট ছাড়া শত শত দর্শনার্থী পার্কটিতে প্রবেশ করছেন। তবে ভেতরে প্রবেশের পর কোর সাফারি, সাফারি কিংডমসহ বিভিন্ন প্রাণীর বেষ্টনীতে প্রবেশ করতে অবশ্য নির্দিষ্ট হারে টিকিট কাটতে হচ্ছে। কোর সাফারিতে প্রাণীর বৈচিত্র্য দেখতে পর্যটক বাসের নির্ধারিত ভাড়া ১৫০ টাকা। এ ছাড়া অন্যান্য পশুপাখির বেষ্টনী পরিদর্শনে প্রবেশ ফি ৩০ থেকে ৬০ টাকা পর্যন্ত।

ভালুকা থেকে সপরিবার সাফারি পার্ক পরিদর্শনে এসেছেন মো. আমিনুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, পার্কে প্রবেশে বিজয় দিবসে টাকা নেওয়া হয় না, এ বিষয়ে তাঁর জানা ছিল না। সাধারণত প্রবেশে ৫০ টাকা ফি নেওয়া হয়। এবার বিজয় দিবসে দর্শনার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়নি।

কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া গ্রাম থেকে দুই সন্তান নিয়ে ঘুরতে এসেছেন মোছা. তাকিয়া জামান। তিনি বলেন, পার্কে প্রবেশে ৫০ টাকা ও শিশুপার্কে শিশুদের প্রবেশে ২০ টাকা নেওয়া হয়নি। উদ্যোগটি দারুণ হয়েছে।

পার্ক–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আজ সকাল নয়টা থেকে প্রচুর দর্শনার্থী সাফারি পার্কে প্রবেশ করেন। যদিও ছুটির দিনগুলোতে সব সময় দর্শনার্থী বেশি থাকেন।

কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশ থেকে সাফারি পার্কে বেশ কিছু প্রাণী আনা হয়েছে। এর মধ্যে আছে বাঘ, সিংহ, হরিণ, জেব্রা, জিরাফ, গয়াল, ভালুক ও কুমির। আনা হয়েছে ময়ূর, পেলিক্যান, ম্যাকাও, ধনেশ, মদনটাক, বিভিন্ন প্রজাতির হাঁসসহ আরও বেশ কিছু পাখি। বিশেষায়িত বাসে চড়ে পর্যটকদের দক্ষিণ আফ্রিকার হিংস্র প্রাণীর বেষ্টনী ঘুরে আসার সুযোগ আছে এখানে। দর্শনার্থীর জন্য পার্কের ভেতরে বেশ কয়েকটি ক্যানটিন, ওয়াশ ব্লকসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হয়েছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রতিবছর বিজয় দিবসে পার্কের মূল ফটক উন্মুক্ত থাকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ বিজয় দিবসেও তাঁরা দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত রেখেছেন। শিশুদের জন্য শিশুপার্কের প্রবেশও উন্মুক্ত। আজ বিকেল পাঁচটা পর্যন্ত যেকোনো বয়সের দর্শনার্থী বিনা মূল্যে সাফারি পার্কে প্রবেশ করতে পেরেছেন বলে জানান তিনি।