জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২০ অক্টোবর। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই তথ্য নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব মোহাম্মদ আলী রেজা।
এর আগে ১৫ সেপ্টেম্বর উপাচার্য মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে প্রাধ্যক্ষ কমিটির এক সভায় ৩০ সেপ্টেম্বর প্রথম বর্ষের ক্লাস শুরুর ঘোষণা দেওয়া হয়। তবে আজ সভায় ওই সিদ্ধান্ত পরিবর্তন করে কর্তৃপক্ষ।
ক্লাস শুরুর তারিখ পেছানোর বিষয়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব মোহাম্মদ আলী রেজা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘৩০ সেপ্টেম্বর প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার সিদ্ধান্ত ছিল। তবে সব শিক্ষার্থীর আসন হলে যেন নিশ্চিত করতে পারি, সে জন্য ক্লাস শুরুর তারিখ পেছানো হয়েছে। সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে ২০ অক্টোবর ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (২০২৩-২৪ শিক্ষাবর্ষের) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলতি বছরের ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৯ ফেব্রুয়ারি শেষ হয়।