জামালপুরে পৃথক স্থান থেকে দুজনের লাশ উদ্ধার, পুলিশ বলছে হত্যা

জামালপুর জেলার মানচিত্র
জামালপুর জেলার মানচিত্র

জামালপুরে নিখোঁজের পর পৃথক দুটি স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। দুজনই হত্যার শিকার হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার পর তাঁদের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত দুজনের নাম মো. সুমন মিয়া (৩৪) ও আবদুর রাজ্জাক (৪০)। আজ সকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলি ইউনিয়নের তরপা শিমুলতলা এলাকায় জোড়া সেতুর নিচে মাটিতে অর্ধেক পুঁতে রাখা অবস্থায় মো. সুমন মিয়ার লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার চর লোটাবর গ্রামের মৃত শুমের মণ্ডলের ছেলে। সুমন পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন। গতকাল রোববার দিবাগত রাত ১১টা থেকে তিনি নিখোঁজ ছিলেন।

অন্যদিকে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী এলাকায় একটি ভুট্টাখেত থেকে আজ সকালে আবদুর রাজ্জাকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার হারুয়াবাড়ী গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে। রাজ্জাক পেশায় একজন ভুট্টা ব্যবসায়ী ছিলেন। গতকাল সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দিবাগত রাত ১১টা পর্যন্ত সুমন মিয়া তাঁর বড় ভাইয়ের ঘরে ছিলেন। দিবাগত রাত ১১টার পর পান খাওয়ার জন্য ঘর থেকে বের হন। এরপর তিনি রাতে আর বাড়ি ফেরেননি। রাতে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। আজ সকালে উপজেলার সিধুলি ইউনিয়নের তরপা শিমুলতলা এলাকায় জোড়া সেতুর নিচে মাটিতে অর্ধেক পুঁতে রাখা অবস্থায় তাঁকে স্থানীয় লোকজন দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

জামালপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুমন মিয়াকে হত্যার পর মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। এখনই হত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

অন্যদিকে গতকাল ইফতারের পর আবদুর রাজ্জাক তারাবিহর নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু তিনি আর রাতে বাড়ি ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। কিন্তু তাঁর সন্ধান পাওয়া যায়নি। এরপর আজ সকালে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী এলাকায় একটি ভুট্টাখেত থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুর রহিম বলেন, ভুট্টাখেতে স্থানীয় লোকজন ওই ব্যক্তির লাশটি পড়ে থাকতে দেখেন। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা, তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।