গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের রেকারের (যানবাহন উদ্ধারের কাজে ব্যবহৃত যন্ত্র) ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক রিকশাচালক। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের চারমাথা মোড়ে ঘটনা ঘটে।
নিহত শাহিদ বাবু (২৫) গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের ঘোড়াগাড়ি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। আহত আসাদুল আকন্দ (৪২) উপজেলার শিবপুর ইউনিয়নের সাতাইল বাতাযইল গ্রামের মৃত মালেক আকন্দের ছেলে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন রেকারটি ভাঙচুরের চেষ্টা চালান এবং গোবিন্দগঞ্জ থানার সামনে বিক্ষোভ করেন। পরে তাঁরা উপজেলা সদরের চারমাথা মোড়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে যানবাহন আটকে থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা সাড়ে ১১টার দিকে সড়কে যানবাহন চলাচল শুরু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, আজ সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ থানার ক্যাম্পাস থেকে একটি রেকার ঢাকা-রংপুর মহাসড়কে নেওয়া হচ্ছিল। এটি থানার অদূরে উপজেলা শহরের চারমাথা মোড়ে পৌঁছালে দুটি রিকশাকে ধাক্কা দেয়। একটি রিকশা দুমড়েমুচড়ে যায় এবং চালক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।
আরেকটি রিকশার চালক একইভাবে আহত হন। তাঁকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মোতালেব সরকার জানান, রেকারটি উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।