নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আর হামলায় আহত হয়ে ছোট ভাই হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের একতা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম মাসরুল মিয়া (২২)। আহত তাঁর ছোট ভাইয়ের নাম মাসুম মিয়া (১৭)। তাঁরা দুজন একই ইউনিয়নের পাথারিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।
নিহত মাসরুলের বাবা চাঁন মিয়া অভিযোগ করেন, ‘আমার ছেলেকে প্রতিবেশী ফিরোজের দুই ছেলে রায়হান মিয়া ও নাঈম মিয়া প্রকাশ্যে কুপিয়ে মেরে ফেলেছে। দীর্ঘদিন আগে তাদের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি হয়েছিল, এরপর তা মীমাংসা হয়। এখন কেন এমন হামলা করা হলো তা জানি না। আমি আমার ছেলের খুনের বিচার চাই।’
স্বজন, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মাসরুল মিয়া একতা বাজারে ছিলেন। এ সময় প্রতিবেশী ফিরোজ মিয়ার দুই ছেলে নাঈম মিয়া ও রায়হান মিয়া ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। বিষয়টি দেখে পাশে থাকা মাসরুলের ছোট ভাই মাসুম মিয়া এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কোপানো হয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারী দুই ভাই দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহত দুই ভাইকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাসরুলকে মৃত ঘোষণা করেন। আর আহত মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
আজ শুক্রবার সকালে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব প্রথম আলোকে মুঠোফোনে বলেন, দুই পরিবারের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি মেয়েঘটিত একটি বিষয় নিয়ে মাসরুলের সঙ্গে রায়হান ও নাঈমদের বিরোধ হয় বলে শুনেছেন। এ ছাড়া কিছুদিন আগে গরুর পেঁপেগাছ খাওয়া কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়েছিল। এসব বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। নিহত তরুণের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।