ঝিনাইদহের শৈলকুপায় প্রতিবন্ধী নাসির শেখের ভিক্ষার টাকায় তৈরি টিনের ঘরটি নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ
ঝিনাইদহের শৈলকুপায় প্রতিবন্ধী নাসির শেখের ভিক্ষার টাকায় তৈরি টিনের ঘরটি নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ

ভিক্ষার টাকায় গড়া টিনের ঘরটি নষ্ট করল সন্ত্রাসীরা

নাসির শেখ (৪৫) হাঁটতে-চলতে পারেন না। কথাও ঠিকমতো বলতে পারেন না। অন্যের কাছে হাত পেতে সংসার চলে এই মানুষটির। ভিক্ষা করে টাকা জমিয়ে টিনের চালের দুই কক্ষের একটি ঘর তৈরি করেন। সেখানে স্ত্রী আর তিন শিশুসন্তান নিয়ে বসবাস করছিলেন।

কিন্তু গত শনিবার রাতে গ্রামের একদল সন্ত্রাসী নাসির শেখের সেই টিনের ঘরটি ধারালো অস্ত্র দিয়ে কেটে ছিন্নভিন্ন করে দিয়েছে। কষ্ট করে গড়া ঘরটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এ অবস্থায় দিশাহারা হয়ে পড়েছেন তিনি।

নাসির শেখ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়বাড়ি-বগুড়া গ্রামের নায়েব আলী শেখের ছেলে। জন্ম থেকেই তাঁর দুই পা আর ডান হাত অকেজো। দাঁড়াতে বা চলতে পারেন না। ভাত মেখে দিলে কষ্ট করে খান। তিনি ঠিকমতো কথাও বলতে পারেন না, কথা জড়িয়ে যায় তাঁর।

নাসির শেখের স্ত্রী নিলুফা খাতুন জানান, পারিবারিকভাবে ১৪ বছর আগে তাঁদের বিয়ে হয়। ১৪ বছরের সংসারে তাঁদের ঘরে তিনটি সন্তান এসেছে। বড় মেয়ে নাছিমা খাতুন (১০) তৃতীয় শ্রেণিতে পড়ছে। দ্বিতীয় মেয়ে জান্নাতি খাতুন (৭) স্কুলে যায়। আর ছোট ছেলে নাইম হোসেনের বয়স তিন বছর। তাঁর স্বামীর একটি হুইলচেয়ার আছে। এই চেয়ারে বসে তিনি গ্রামে গ্রামে ঘোরেন, মানুষের কাছে সাহায্য চান। সারা দিন ঘুরে যা পান, তাই দিয়ে সংসার চালান। এভাবে চলতে চলতে কিছু টাকা জমিয়েছিলেন। সাত বছর আগে শ্বশুরের দেওয়া ২ শতক জমির ওপর টিনের বেড়া, টিনের চাল দিয়ে দুই কক্ষের একটি ঘর তৈরি করেন।

নিলুফা আরও বলেন, তাঁদের এলাকায় দুটি পক্ষ রয়েছে। গত নির্বাচনে তিনি কোনো পক্ষে ছিলেন না। গত শনিবার রাত ১১টার দিকে একদল সন্ত্রাসী তাঁদের পাড়ায় হামলা চালায়। তারা ওই পাড়ার আবুল কাশেম শেখের বাড়ি ভাঙচুর করে। এ সময় পাশে থাকা তাঁর (নাসির শেখ) ঘরও কোপায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গ্রামবাসী জানান, গত সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচিত হন সদ্য প্রয়াত সংসদ সদস্য আব্দুল হাই। তাঁর বিপক্ষে হেরে যান স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম। সংসদ সদস্য আব্দুল হাই মারা যাওয়ার পর বিভিন্ন গ্রামের পরাজিত প্রার্থীর সমর্থকেরা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা শুরু করেছে। শনিবার রাতে আশরাফুল ইসলামের লোকজন এ হামলার ঘটনা ঘটিয়েছে।

আশরাফুল ইসলাম জানান, ‘ঘটনাটি কোনো রাজনৈতিক না, সামাজিক। তাঁদের গ্রামে সামাজিক বিরোধ রয়েছে। ওই দিনের ঘটনা তুচ্ছ বিষয় নিয়ে ঘটেছে। তবে শারীরিক প্রতিবন্ধী নাসির শেখের ঘর নষ্ট করা হয়েছে, এটা আমার জানা নেই।’