রামুতে শপিং ব্যাগে পাওয়া গেল প্রায় ১০ কোটি টাকার মূল্যের আইস

কক্সবাজার জেলার মানচিত্র
কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের রামু থেকে প্রায় দুই কেজি ক্রিস্টাল মেথ আইসসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কের গোয়ালিয়া লিংক রোড এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি আজ শুক্রবার সকালে প্রথম আলোকে নিশ্চিত করেছেন রামু-৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

গ্রেপ্তার ব্যক্তির নাম নুর মোহাম্মদ (৩৯)। তিনি উখিয়া উপজেলার মরিচ্চ্যাপালংয়ের পশ্চিম পাগলেরবিল গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে রামু-৩০ বিজিবি ব্যাটালিয়ন টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কের গোয়ালিয়া লিংক রোডে তল্লাশিচৌকি বসায়। তল্লাশি চলাকালে মরিচ্যা থেকে গোয়ালিয়া রোড হয়ে কক্সবাজারগামী একটি অটোরিকশার একজন যাত্রীকে সন্দেহ হওয়ায় তাঁকে তল্লাশি করা হয়। এ সময় ওই যাত্রীর হাতে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে ৯ কোটি ৯০ লাখ টাকার মূল্যের ১ কেজি ৯৮০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশার যাত্রী নুর মোহাম্মদকে আটক করা হয়।

রামু-৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আসামি করে ক্রিস্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে। আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।