বাসটির ধাক্কায় দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। পরে বাসটি জব্দ করেছে পুলিশ। শুক্রবার সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায়
বাসটির ধাক্কায় দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। পরে বাসটি জব্দ করেছে পুলিশ। শুক্রবার সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায়

টেকনাফে পর্যটকবাহী বাসের ধাক্কায় ২ রোহিঙ্গা শিশু নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পর্যটকবাহী বাসের ধাক্কায় দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত দুই রোহিঙ্গা শিশু হলো টেকনাফের আলীখালী-২৫ নম্বর আশ্রয়শিবিরে ডি-২৬ ব্লকের মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (৫) ও সালেহ আহমেদের ছেলে মোহাম্মদ ইসমাইল (৮)। টেকনাফের আলীখালী-২৫ নম্বর আশ্রয়শিবিরের ব্যবস্থাপনার কমিটির প্রধান ও হেড মাঝি নুরুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে কক্সবাজার থেকে পায়রা সার্ভিসের একটি বাস টেকনাফের দিকে যাচ্ছিল। লেদা বিজিবি ক্যাম্পের পাশে সড়ক পার হওয়ার রোহিঙ্গা দুই শিশুকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই শিশু দুটি মারা যায়। বাসটির সব যাত্রী ছিলেন পর্যটক।

এ বিষয়ে টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. কাইয়ুম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেছেন। তবে জব্দ করা হয়েছে বাসটি।