তালা ভেঙে হলের কক্ষ দখলের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে, আবার সিলগালা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবাব আব্দুল লতিফ হলে সিলগালা করা তালা ভেঙে কক্ষ দখল করে ছাত্রলীগ। পরে আজ শনিবার দুপুরে কক্ষটি আবার সিলগালা করে হল প্রশাসন
ছবি: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলে সিলগালা করা তালা ভেঙে কক্ষ দখলে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ওই হলের ১১০ নম্বর কক্ষের সিলগালা করা তালা ভেঙে সেখানে ছাত্রলীগের একজন কর্মীকে তুলে দেওয়া হয়। পরে আজ শনিবার দুপুরে হল প্রশাসন কক্ষটি আবার সিলগালা করে দেয়।

হল প্রাধ্যক্ষ এ এইচ এম মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, হলের সাধারণ সম্পাদক শামীম হোসেনের অনুসারীরা রাতে তাঁদের সিলগালা করা তালা ভেঙে সেখানে হৃদয় নামের একজনকে তুলে দেন।

পরে আজ হৃদয়কে বের করে দিয়ে কক্ষ আবারও সিলগালা করা হয়েছে। ওই কক্ষে একজন ছাত্রের থাকার ব্যবস্থা আছে। সেখানে হলের সবচেয়ে ভালো ফল করে এমন শিক্ষার্থীকে তোলা হবে।

অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে প্রাধ্যক্ষ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে ও হল প্রশাসনের নির্দেশে কক্ষটি সিলগালা করেছিলাম। এ তালা ভাঙা অপরাধ। এর সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটিতে একটি লিখিত অভিযোগ পাঠানো হবে। আমরা ইতিমধ্যে সভা করেছি।’ এ ঘটনায় কারা জড়িত, জানতে চাইলে প্রাধ্যক্ষ নাম জানাননি। নাম জানতে চাইলে হলের দায়িত্বরত অন্য কর্মকর্তা-কর্মচারীরাও এড়িয়ে যান।

কিছু হলেই হল প্রশাসন তাঁর নাম বলে দেয় দাবি করে নবাব আবদুল লতিফ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেন প্রথম আলোকে বলেন,  একটা রাজনৈতিক পক্ষ তাঁর বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। অথচ তিনি এ ঘটনায় ছিলেন না। পরে শুনেছেন। বিষয়টি সমাধান হয়ে গেছে।

হলটির একাধিক সূত্র জানায়, গত বছরের ২৫ জুন দিবাগত রাত দুইটার দিকে আবাসিক শিক্ষার্থী মো. মুন্না ইসলামকে গালাগাল ও মারধর করে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। পর দিন মুন্না হল প্রশাসনে দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, রাত দুইটার দিকে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেন, সহসভাপতি পারভেজ, কর্মী তৌহিদসহ ১০ থেকে ১৫ জন এসে তাঁর বিছানাপত্র কক্ষের বাইরে বারান্দায় ফেলে দেন এবং তাঁকে ঘাড় ধরে বাইরে বের করে দেন। এ সময় তাঁকে মারধর করা হয়। ওই রাতে অন্য একটি হলের গেস্টরুমে ছিলেন তিনি।

ওই রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কুদরত-ই-জাহান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক কয়েকজন শিক্ষক ওই হলে যান। রাতেই ছাত্রলীগের তিনজন নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় হল প্রশাসন। তাঁদের মধ্যে ছাত্রলীগ কর্মী তাসকীফ আল তৌহিদকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। এ ছাড়া হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন ও সহসভাপতি পারভেজ হাসানকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। পরে ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তবে এখনো ওই প্রতিবেদন জমা দেয়নি কমিটি।

ওই সময় হল ত্যাগের নির্দেশনা না মানায় গত বছরের সেপ্টেম্বরে তাসকীফ আল তৌহিদের কক্ষ সিলগালা করে হল প্রশাসন। তখন থেকে কক্ষটি তালাবদ্ধ ছিল।