বগুড়া শহরের সাতমাথা এলাকায় ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের সময় পাঁচ সাংবাদিক আহত হয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় সাতমাথায়।
বগুড়া শহরের সাতমাথা এলাকায়  ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের সময় পাঁচ সাংবাদিক আহত হয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় সাতমাথায়।

বগুড়ায় কোটা আন্দোলনকারীদের হামলায় পাঁচ সাংবাদিক আহত

বগুড়ায় কোটা আন্দোলনে সংবাদ সংগ্রহের পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হয়েছেন পাঁচজন সাংবাদিক। এ ছাড়া সময় টেলিভিশনের একজন সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সাংবাদিকদের মোটরসাইকেল ভাঙচুরও করা হয়েছে।

আজ মঙ্গলবার দিনভর শহরে কোটা আন্দোলন চলাকালে সাংবাদিকদের ওপর এ হামলার ঘটনা ঘটে।

বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জে এম রউফ বলেন, আজ বিকেলে কোটা আন্দোলনকারীরা মিছিল বের করলে শহরের সাতমাথায় তাঁদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ বাধে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে কোটা আন্দোলনকারীদের হামলার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও বগুড়া ব্যুরোপ্রধান মেহেরুল সুজন, দৈনিক করতোয়ার ফটোসাংবাদিক সফিকুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের ফটোসাংবাদিক বিমু রহমান, গাজী টেলিভিশনের ক্যামেরাপারসন এনামুল হক ও একটি অনলাইনে কর্মরত এক সাংবাদিক। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ছাড়া দুপুরে শহরের বনানী মোড়ে কোটা আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করলে সময় টেলিভিশনের সাংবাদিক আবদুল আওয়ালকে পেশাগাত কাজে বাধা দেওয়া হয়।