কৃষকের সঙ্গে অপ্রীতিকর ঘটনা: মানিকগঞ্জের দুই কৃষি কর্মকর্তাকে বদলি

মানিকগঞ্জ জেলার মানচিত্র
মানিকগঞ্জ জেলার মানচিত্র

মানিকগঞ্জের শিবালয় উপজেলার দুই কৃষি কর্মকর্তাকে বদলি করা হয়েছে। কৃষকের সঙ্গে কৃষি কর্মকর্তার অপ্রতীতিকর ঘটনার অভিযোগ ওঠার পর তাঁদের বদলি করা হয়।

জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিসে যান স্থানীয় কৃষক ফজলুল রহমান। পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত একগুচ্ছ বোরো ধান নিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা সো. সালাউদ্দিনের কাছে গিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের মুঠোফোন নম্বর চান। এ নিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকের মধ্যে কথা–কাটাকাটি হয়।

পরে এক সংবাদিক ওই কৃষককে নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারের কাছে যান। তবে সেখানে কৃষকের সমস্যার বিষয়টি নিয়ে সুরাহা হয়নি। পরবর্তী সময়ে ওই কৃষককে কৃষি অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠে, যা নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এ ঘটনায় গত বুধবার ঢাকার খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মুহাম্মদ আবদুল হাইয়ের স্বাক্ষরিত এক অফিস আদেশে শিবালয় উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিনকে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে বদলি করা হয়।

পরের দিন গত বৃহস্পতিবার ঢাকার খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আবদুল হাইয়ের স্বাক্ষরিত অপর একটি অফিস আদেশে শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারকে ফরিদপুরের সালথা উপজেলা কৃষি অফিসে বদলি করা হয়।