জামালপুর রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির দায়ে ট্রেনের টিকিটসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে জামালপুর র্যাব-১৪ ক্যাম্পের কোম্পানি কমান্ডারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জামালপুর শহরের শাহাপুর এলাকার মো. শাওন, বন্দেরবাড়ী এলাকার মো. হালিম ও একই এলাকার মো. সুমন। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, জামালপুরে একটি চক্র ট্রেনের টিকিট অবৈধভাবে চড়া দামে রেলস্টেশন ও এর আশপাশে প্রকাশ্যে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিদের ধরতে অভিযান চালায় র্যাব। এ সময় স্টেশন থেকে ১৩টি টিকিটসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মো. শাওনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড; মো. হালিমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. সুমনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জামালপুর র্যাব-১৪ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান বলেন, র্যাব বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় জামালপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।