রোজার শুরুতেই সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গরুর দুধের দাম বেড়েছে। শুক্রবার সকালে উপজেলা সদর ধানগড়া বাজারে প্রতি সের গরুর দুধ ৫০-৬০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু বিকেলে বিক্রি হয়েছে ৭০-৮০ টাকা সের। তবে উপজেলার বিভিন্ন বাজারে প্রতি সের দুধ সর্বোচ্চ ১০০ টাকা বিক্রিও হয়েছে।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই ইফতারি ও সাহ্রিতে গরুর দুধ দিয়ে নানা পদ তৈরি করেন। ফলে দুধের চাহিদা অন্য সময়ের চেয়ে রোজায় বেড়ে গেছে। এ ছাড়া অনেকে নিজেদের খাওয়ার জন্য বিকেলে দুধ বিক্রি করেন না। সব মিলিয়ে বিকেলে বাজারে দুই দিন ধরে দুধের দাম বেশি যাচ্ছে।
ধানগড়া এলাকার বাসিন্দা তানজিল সরকার বলেন, যাঁদের নিয়মিত দুধ কিনতে হয়, দাম বাড়ায় তাঁদের ভোগান্তি বেড়েছে। বাড়ির শিশু ও বয়স্কদের জন্য দুধ কিনতেই হয়। বৃহস্পতিবার বিকেলে তিনি ১০০ টাকা সের দরে দুধ কিনেছেন।
দুজন দুধ বিক্রেতা বলেন, গরুর খাবারসহ লালন-পালনে খরচ যে হারে বেড়েছে, তাতে সারা বছরেই দুধের দাম এমন থাকলে ভালো হয়।