গোপালগঞ্জে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল দুই কৃষকের

গোপালগঞ্জ জেলার মানচিত্র
গোপালগঞ্জ জেলার মানচিত্র

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে দুই কৃষক মারা গেছেন। গতকাল শনিবার রাতে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের নিশ্চন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকেরা হলেন নিশ্চন্তপুর গ্রামের বিশ্বম্বর বিশ্বাসের ছেলে সনাতন বিশ্বাস (৫৫) এবং একই গ্রামের মান্নান শেখের ছেলে কালু শেখ (৪৫)।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল নিশ্চন্তপুর গ্রামের তাজের বিশ্বাস ও হারুন বিশ্বাস তাঁদের ধানের জমিতে ইঁদুর মারার জন্য জিআই তারের সঙ্গে বিদ্যুতের ফাঁদ দেন। রাতে ধানখেতে সেচ দেওয়ার জন্য জন্য বাড়ি থেকে বের হন কৃষক সনাতন বিশ্বাস ও কালু শেখ। তবে দীর্ঘ সময় পার হলেও তাঁরা বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন খুঁজতে গিয়ে দেখেন, ওই বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে সনাতন ও কালু শেখের নিথর দেহ সেখানে পড়ে আছে। পরে স্থানীয় লোকজন এই দুই কৃষকের মরদেহ উদ্ধার করে তাঁদের বাড়িতে নিয়ে যান।

নিশ্চন্তপুর গ্রামের বাসিন্দা রাসেল শেখ বলেন, ইঁদুর মারার জন্য জমিতে কেউ বৈদ্যুতিক ফাঁদ দিলে আগে থেকে মাইকিং করেন। ওই দুই কৃষক যে তাঁদের জমিতে বৈদ্যুতিক ফাঁদ দিয়েছেন, তা জানাননি। তাঁদের অসচেতনতার কারণে দুজন মানুষের জীবন গেল।

কাশিয়ানী থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবদুল্লাহ আল-মামুন প্রথম আলোকে বলেন, সনাতন বিশ্বাস ও কালু শেখ বিলের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তাঁদের মরদেহ স্বজনেরা ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে যান। তবে কার জমিতে বৈদ্যুতিক ফাঁদ দেওয়া হয়েছে বা কেউ বাড়ি থেকে বিদ্যুৎ–সংযোগ এনেছেন কি না, তা এখনো জানা যায়নি।