আজ দুপুরে শিক্ষার্থীরা একটি ট্রেন আটকে রেলপথ অবরোধ করে সান্তাহার এস এম আই উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা
আজ দুপুরে শিক্ষার্থীরা একটি ট্রেন আটকে রেলপথ অবরোধ করে সান্তাহার এস এম আই উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা

বিদ্যালয়ের গাছ কেটে জমি দখলের অভিযোগ, শিক্ষার্থীদের সড়ক-রেলপথ অবরোধ

বগুড়ার আদমদীঘিতে বিদ্যালয়ের গাছ কেটে জমি দখলের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সান্তাহার-নওগাঁ সড়ক অবরোধ করে তারা। এ ছাড়া তারা বেলা পৌনে একটার দিকে সান্তাহার স্টেশনের কাছে একটি ট্রেন আটকে রাখে।

বিক্ষোভকারীরা সান্তাহার এস এম আই উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের অভিযোগ, আকবর আলী নামের এক ব্যক্তি বিদ্যালয়ের একটি গাছ কেটে নিয়ে গেছেন। সেই সঙ্গে বিদ্যালয়ের জায়গাও দখল করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়ে কোনো প্রতিকার হয়নি। এ জন্য তারা সড়ক ও রেল অবরোধ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম জানান, শিক্ষার্থীরা স্বেচ্ছায় এ কর্মসূচি পালন করেছে। পরে খবর পেয়ে দুপচাঁচিয়া ক্যাম্পের সেনাসদস্যরা বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। বিষয়টি সমাধানের জন্য দুর্গাপূজার পর বৈঠক করা হবে।

সান্তাহার রেলওয়ে সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি প্রায় ২০ মিনিট ধরে আটকে রাখা হয়েছিল। পরে রেলওয়ে থানা-পুলিশ ও রেল কর্তৃপক্ষের অনুরোধে রেললাইন থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।