ফেনীর সোনাগাজী উপজেলায় বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার পিয়ন আবু বকর। গতকাল শুক্রবার রাতে সোনাগাজী থানায়
ফেনীর সোনাগাজী উপজেলায় বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার পিয়ন আবু বকর। গতকাল শুক্রবার রাতে সোনাগাজী থানায়

ফেনীতে দ্বন্দ্বের জেরে নথিপত্র পোড়াতে বিদ্যালয়ে আগুন: পুলিশ সুপার

ফেনীর সোনাগাজী উপজেলার একটি বিদ্যালয়ে দেওয়া আগুনে শিক্ষকদের কক্ষের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ার ঘটনার রহস্য উদ্‌ঘাটিত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এটি নির্বাচনী সহিংসতার আগুন নয়; বরং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতির দ্বন্দ্বের জেরে শিক্ষক মিলনায়তনের কম্পিউটার ও গুরুত্বপূর্ণ নথি পোড়াতে এ আগুন দেওয়া হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

গতকাল শুক্রবার ভোরে উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের কক্ষে এ অগ্নিসংযোগ করা হয়। বিদ্যালয়ের পিয়ন আবু বকর সিদ্দিক পরিকল্পিতভাবে নিজে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করেছেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ নিয়ে গতকাল রাত ১০টার দিকে সোনাগাজী মডেল থানার ওসির কক্ষে সংবাদ সম্মেলন করেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান।

পুলিশ সুপার বলেন, বিদ্যালয়ের অডিট-সংক্রান্ত বিষয়ে প্রধান শিক্ষক জয়নাল আবেদীন ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল হকের দ্বন্দ্ব আছে। এর জেরে গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুন লাগিয়ে নষ্ট করার জন্য পিয়ন আবু বকর সিদ্দিক শিক্ষক মিলনায়তনের দরজা খুলে ভেতরে পেট্রল ঢেলে বাইরে গিয়ে জানালা দিয়ে অগ্নিসংযোগ করে বাড়ি চলে যান।

পুলিশ সুপার জাকির হাসান বলেন, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে একটি দোকান থেকে এক লিটার পেট্রল কিনে অফিসকক্ষে রাখেন আবু বকর সিদ্দিক। পরদিন শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি বিদ্যালয়ে এসে আগে থেকে রাখা বই এবং আলমারি খুলে পেট্রল ছিটিয়ে রুম থেকে বের হয়ে জানালা খুলে দেশলাই দিয়ে আগুন লাগিয়ে বাড়িতে চলে যান। সকালে হাঁটতে বের হয়ে বিদ্যালয়ে আগুন দেখে স্থানীয় এক ব্যক্তি পিয়ন আবু বকরকে মুঠোফোনে জানান। আবু বকরের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি এমন তথ্য দেন।

এ ঘটনায় গতকাল রাতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়ের উল্যাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সোনাগাজী থানায় একটি মামলা করেছেন।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় লোকজন বলেন, প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতির মধ্যে বিরোধের জেরে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছিল। গত ৪ ডিসেম্বর হাইকোর্ট বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির জন্য কুমিল্লা বোর্ডকে আদেশ দিয়েছেন। এ ছাড়া বরখাস্ত প্রধান শিক্ষককে চাকরিতে যোগদানসহ বকেয়া পরিশোধের আদেশ দেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় বলেন, অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার পিয়ন আবু বকরকে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য আজ দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে।