আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংষর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান। আজ রোববার বেলা ১১টায় বগুড়ার সাতমাথা এলাকায়
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে  সংষর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান। আজ রোববার বেলা ১১টায় বগুড়ার সাতমাথা এলাকায়

বগুড়ায় পুলিশ-আন্দোলনকারীদের সংঘর্ষ, ৩ জন নিহত

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে। মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপপরিচালক আবদুল ওয়াদুদ।

তিনজনের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছেন। নিহতের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁর নাম মনিরুল ইসলাম (২২)। তাঁর বাড়ি কাহালু উপজেলায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির ডাকে সাড়া দিয়ে সকাল থেকে বগুড়ার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অবরোধ করে রেখেছে হাজারো বিক্ষোভকারী। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে রাস্তায় আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। সবচেয়ে বেশি উত্তপ্ত বগুড়া শহর ও দুপচাঁচিয়া উপজেলা। সকালে আওয়ামী লীগ মাঠে এলে তাঁদের ধাওয়া দেন আন্দোলনকারীরা। এরপর তাঁরা সেখান থেকে চলে যান। এখন পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে ছাত্র-জনতার।  

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপপরিচালক আবদুল ওয়াদুদ বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেলে তিনজন মারা গেছেন। অনেকে আহত রয়েছেন।

এ বিষয়ে বগুড়ার পুলিশ সুপার জাকির হাসান প্রথম আলোকে বলেন, ‘কেউ মারা গেছে কি না জানি না। আন্দোলনকারীরা থানায় হামলা করছে। তারা পুলিশের ওপর হামলা চালাচ্ছে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাজ করছে।’