কুয়াকাটায় হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধার

পটুয়াখালী জেলার মানচিত্র
পটুয়াখালী জেলার মানচিত্র

পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে এক নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে কুয়াকাটার হোটেল ঝিলিকের ২০৬ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। হোটেলের রেজিস্ট্রার খাতায় ওই নারীর নাম লেখা ছিল অজন্তা বেগম।

হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ছয়টার দিকে অজন্তা বেগম (৩২) ও সুজন সিকদার নামে দুজন পর্যটক কুয়াকাটা পর্যটন কেন্দ্রের হোটেল ঝিলিকের ২০৪ নম্বর কক্ষে ওঠেন। তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেন। হোটেলের রেজিস্ট্রার খাতার তথ্য অনুযায়ী, সুজন শিকদারের বাড়ি পটুয়াখালীর বাউফল পৌরশহরে।

হোটেল ঝিলিকের মালিক লিয়াকত আলী বলেন, আজ সকাল ১০টার দিকে হোটেল ছাড়ার সময় হলে তাঁদের মুঠোফোনে কল দেওয়া হয়। ফোনে না পেয়ে কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। কক্ষের ভেতর থেকে দরজা আটকানো থাকায় তাঁরা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ এসে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে।

মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারী পর্যটকের লাশ উদ্ধার করেন তাঁরা। তাঁর স্বামী পরিচয় দেওয়া সুজনকে পাওয়া যায়নি। হোটেলের ওই কক্ষ থেকে আলামত হিসেবে একটি স্মার্টফোন ও একটি জামাকাপড়ের ব্যাগ জব্দ করা হয়েছে। হোটেলের খাতায় লিপিবদ্ধ নাম-পরিচয় থেকে এই নারীকে শনাক্তের চেষ্টা চলছে। মরদেহের ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।