লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে নারী ও শিশুসহ ৪ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার দহগ্রাম ইউনিয়নের করিডরপাড়া গ্রাম থেকে তাঁদের আটক করা। পরে তাঁদের স্থানীয় থানা–পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
আটক রোহিঙ্গারা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং আশ্রয়শিবিরের মো. আবদুল্লাহ (২৪), তাঁর স্ত্রী মোছা. শরিফা (১৯), তাঁদের শিশুকন্যা রিনাস বিবি (২) ও এক রোহিঙ্গা কিশোরী (১৫)।
থানা–পুলিশ জানায়, নারী ও শিশুসহ রোহিঙ্গা চার ব্যক্তি আজ দুপুরে দহগ্রাম ইউনিয়নের করিডরপাড়া গ্রামে সীমান্তের ডিএএমপি-৭/৩০ এস পিলারের কাছাকাছি ৩০ গজ অভ্যন্তরে সন্দেজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। সন্ধ্যায় ৫১ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম ইউনিয়নের দহগ্রাম বিওপি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁদের আটক করেন। রাতেই তাঁদের পাটগ্রাম থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক চার রোহিঙ্গা ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ প্রথম আলোকে বলেন, আটক চার রোহিঙ্গাকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁদের আবার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে গত সপ্তাহে পাটগ্রামের কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি সীমান্তের ৮১২ পিলারের কাছ থেকে রমিদা বেগম (২১) নামের এক রোহিঙ্গা নারীকে আটক করে বিজিবি। পরে ওই নারীকে আবার আশ্রয়শিবিরে ফেরত পাঠায় পাটগ্রাম থানা–পুলিশ।