কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদের বালুচর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথের কুমারখালীর চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার রেলসেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বলে ধারণা করছে পুলিশ। তাঁর পরনে চেক লুঙ্গি ও শার্ট এবং কালো রঙের কোট রয়েছে। তাঁর বাঁ হাত ভাঙা, মুখ ও পায়ে ক্ষতচিহ্ন রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
সরেজমিন গিয়ে দেখা যায়, গড়াই নদের বালুচরে পড়ে আছে মরদেহটি। মরদেহটি ঘিরে উৎসুক জনতা ভিড় করছে। কাজ করছে থানা-পুলিশ। মরদেহটির এক হাত ভাঙা, পা ও মুখে রক্তাক্ত ক্ষত।
এ সময় স্থানীয় বাসিন্দা সুরুজ হোসেন বলেন, রেলসেতুর নিচে সকালে মরদেহটি দেখে পুলিশে খবর দেওয়া হয়। তাঁর ধারণা, অজ্ঞাতপরিচয় ব্যক্তিটি ট্রেনের যাত্রী ছিল। ট্রেন থেকে পড়ে এ ঘটনা ঘটেছে।
কুমারখালী থানার উপপরিদর্শক বিপ্লব বিশ্বাস বলেন, খবর পেয়ে ৪৫-৫০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরনে চেক লুঙ্গি ও শার্ট এবং কালো রঙের কোট রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত আছে।
বিপ্লব বিশ্বাস বলেন, এটি দুর্ঘটনা নাকি হত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন এলে বিস্তারিত বলা যাবে। ধারণা করা হচ্ছে, রোববার রাতের কোনো এক ট্রেনে যাত্রী ছিলেন তিনি।