গাজীপুরের শ্রীপুরের বরমী বাজারে বিএনপির পদযাত্রার মিছিলে পিস্তল উঁচিয়ে ধরা জাহিদুল হাসানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, তাঁর কাছ থেকে খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোর সোয়া চারটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এক সঙ্গীসহ ওই তরুণকে গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। ওসি বলেন, ওই তরুণের কাছ থেকে উদ্ধার অস্ত্রটি খেলনা। তবে তরুণের সঙ্গে গ্রেপ্তার সঙ্গীর নাম তিনি তাৎক্ষণিক জানাতে পারেননি।
শ্রীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান আজ বেলা ১১টার দিকে প্রথম আলোকে বলেন, অস্ত্র উঁচিয়ে ধরা অবস্থায় ছবি ও ভিডিও প্রকাশ হওয়ার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে তৎপরতা শুরু করে। শ্রীপুরের গাড়ারন গ্রামের একটি স্থান থেকে আজ ভোর সোয়া চারটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য এক ব্যক্তির কাছ থেকে খেলনা পিস্তল উদ্ধার করা হয়। গ্রেপ্তার তরুণের বরাতে ওসি বলেন, অজ্ঞাতনামা এক ব্যক্তির পরামর্শে মিছিলকে বিতর্কিত করার জন্য ওই তরুণ খেলনা পিস্তল নিয়ে সেখানে গিয়েছিলেন। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো বিষয়টি দুপুরের আগেই সংবাদ সম্মেলন করে জানানো হবে।
শ্রীপুর থানার পুলিশ সূত্র জানায়, পদযাত্রার মিছিল থেকে আওয়ামী লীগ অফিসে হামলা, ভাঙচুর, হুমকি প্রদর্শনসহ নানা ঘটনায় শ্রীপুর থানায় গতকাল শনিবার রাতে একটি মামলা হয়। বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ বাদী হয়ে মামলাটি করেন। এতে ৫৫ জনের নামসহ অজ্ঞাতনামা আরও দেড় শ জনকে আসামি করা হয়। আসামিদের তালিকায় জাহিদুল হাসানের নাম আছে।
গতকাল শ্রীপুরের বরমী বাজারে স্থানীয় বিএনপির পদযাত্রা মিছিলে জাহিদুল হাসান (২৫) নামের এক তরুণের অস্ত্রসহ অংশ নেওয়ার ছবি ও ভিডিও ভাইরাল হয়। ওই তরুণ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন সাদুয়া গ্রামের মীর সাইদুর রহমানের ছেলে। তিনি বরমী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে একটি বাড়িতে থাকেন।