পঞ্চগড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার পরপরই বিজয় মিছিল করেছেন আন্দোলনকারীরা। একপর্যায়ে জেলা শহরে মিষ্টি বিতরণ করা হয়। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দুপুরে থেকেই জেলা শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে ও সরকারি দপ্তরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।
বিকেলে জেলার ময়দানদিঘি এলাকায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামের বাড়ি, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়ার বোদা পৌরসভার সাতখামার এলাকা ও পঞ্চগড় সদরের কাজীপাড়া এলাকার দুটি বাড়ি, বোদা পৌরসভার সাতখামার এলাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা। এ ছাড়া বোদা প্রেসক্লাব, পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর আরিফ হোসেন, পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবীর, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা।
এ ছাড়া বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম, বোদা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অমিয় আলম, বোদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলমসহ বেশ কিছু নেতা-কর্মীর বাড়িতে হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা।
বিকেলে পঞ্চগড়ের জেলা শহরের উপকণ্ঠে আহম্মদনগর ও শালশিরি এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের অন্তত অর্ধশত বাড়িঘরে হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা। এ ঘটনায় আহমদিয়া সম্প্রদায়ের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে এসেছেন সেনাবাহিনীর সদস্যরা। সন্ধ্যায় শেষ খবর পাওয়া জেলার বিভিন্ন গ্রামে গ্রামে এ ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা জানা গেছে।
এর আগে বিকেলে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তর ও সরকারি বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া ইউএনও ও সহকারী কমিশনারের (ভূমি) দুটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানা গেছে।
পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জেলা বিভিন্ন এলাকায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিশেষ করে আহমদিয়া সম্প্রদায়ের অনেক বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেখানে কিছু লোক আহতও হয়েছেন। বিষয়টি নিয়ে আমরা সেনাবাহিনীর সঙ্গে কাজ করছি। সেনাবাহিনী তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছে। এ মুহূর্তে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।’