সাতক্ষীরা সদরের আলীপুর ঢালিপাড়া মোড় থেকে ভোমরা বন্দরের এক আমদানিকারকের ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার মো. মেহেদি হোসেন ওরফে মুন্না আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সুজাতা আমিনের আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে তিনি জবানবন্দি দেন। জবানবন্দিতে সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. রফিকুজ্জামানের নেতৃত্বে তাঁরা এসব টাকা ছিনতাই করেছেন বলে উল্লেখ করেন।
১৬৪ ধারায় স্বীকারোক্তির বিষয়টি সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক নিশ্চিত করেন। এদিকে এ ঘটনায় রফিকুজ্জামানের নাম আসায় কেন্দ্রের নির্দেশে তাঁকে দল থেকে প্রাথমিকভাবে বহিষ্কারের কথা জানিয়েছে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দল।
ভোমরা বন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মা ট্রেডার্সের স্বত্বাধিকারী আমির হামজা বলেন, ১৯ ডিসেম্বর সাতক্ষীরা শহরের দুটি ব্যাংক থেকে ২৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা উত্তোলন করে তাঁর প্রতিষ্ঠানের কর্মচারী মো. শওকাত আলী ও মো. ওবায়দুল্লাহ মোটরসাইকেলে ভোমরায় আসছিলেন। এই টাকা ভারত থেকে আমদানি করা আদা, পেঁয়াজ ও পাথরের কর পরিশোধ করার জন্য ভোমরা সোনালী ব্যাংকে জমা দেওয়ার কথা ছিল। পথে সাতক্ষীরা-ভোমরা মহাসড়কে বিকেল সাড়ে পাঁচটার দিকে দুটি মোটরসাইকেলে পাঁচ সদস্যের একটি দল পিছু নেয় তাঁদের। ওই দুর্বৃত্তরা ঢালিপাড়া এলাকায় গতিরোধ করে মারধর করে ছিনিয়ে নেয় টাকার ব্যাগ। এ সময় দুটি মোটরসাইকেলে চারজন টাকা নিয়ে পালিয়ে গেলেও শওকাত ও ওবায়দুল্লাহর চিৎকারে আশপাশের লোকজন মো. মেহেদি হোসেন নামের একজন ছিনতাইকারীকে আটক করেন। পরে মেহেদিকে পুলিশে দেন জনতা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, শুক্রবার আদালতে দেওয়া জবানবন্দিতে মেহেদি হোসেন বলেন, তাঁরা সবাই সাতক্ষীরা পৌর ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. রফিকুজ্জামানের কর্মী। রফিকুজ্জামান সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার বাসিন্দা। রফিকুজ্জামানের নেতৃত্বে থানাঘাটা এলাকার আরাফাত হোসেন, আবাদেরহাট এলাকার নয়ন হোসেন ও নলকুড়া এলাকার এজাজুল হক ১৯ ডিসেম্বর সাতক্ষীরা-ভোমরা সড়কের ঢালিপাড়া এলাকায় ২৩ লাখ টাকা ছিনতাই করেন। ছিনতাইয়ের সঙ্গে জড়িত চারজন দুটি মোটরসাইকেলে স্থান ত্যাগ করতে পারলেও তাঁকে (মেহেদি) স্থানীয় লোকজন ধরে ফেলেন।
এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ বলেন, টাকা ছিনতাইয়ের সঙ্গে সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. রফিকুজ্জামান জড়িত হওয়ায় তাঁকে দল থেকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, এ ঘটনায় আমির হামজা বাদী হয়ে ১৯ ডিসেম্বর রাতে চারজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন। আসামিদের মধ্যে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার মো. মেহেদি হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রফিকুজ্জামানের নেতৃত্বে এ ঘটনা ঘটিয়েছেন বলে উল্লেখ করেন। ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে পাঁচটি দল মাঠে কাজ করছে উল্লেখ করে ওসি আরও বলেন, দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার করার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।