বিশ্ব নগর-পরিকল্পনা দিবস উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত নগর ও অঞ্চল পরিকল্পনা প্রতিযোগিতায় প্ল্যানিং থিসিস বিভাগে সেরা তিন পুরস্কারই পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তিন শিক্ষার্থী। তাঁরা হলেন মোহাম্মদ ফারদিন খান (প্রথম), গোলাম মোরশেদ (দ্বিতীয়) ও অনিক দাস (তৃতীয়)। তিনজনই চুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
গত ৮ নভেম্বর আয়োজিত হয় এ প্রতিযোগিতা। তবে গতকাল শনিবার বেলা দুইটায় বিআইপির কনফারেন্স কক্ষে প্রতিযোগিতার পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়।
প্রথম পুরস্কার পাওয়া মোহাম্মদ ফারদিন খান বলেন, ‘এ প্রতিযোগিতায় প্রথম হওয়ার মাধ্যমে ভবিষ্যতে টেকনিক্যাল সফটওয়্যার নিয়ে কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। আমার কাজের মাধ্যমে দেশের প্ল্যানিং সেক্টরকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।’
দ্বিতীয় পুরস্কার পাওয়া গোলাম মোরশেদ বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় সাতটি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মধ্যে আমরা সাফল্য পেয়েছি। চুয়েটের প্রতিনিধিত্ব করতে পেরে অনেক ভালো লাগছে।’
প্রতিযোগিতায় চুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এ বছরও সমগ্র বাংলাদেশের টেকসই ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বিশ্ব নগর-পরিকল্পনা দিবস পালন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল—‘লার্ন গ্লোবালি, অ্যাপ্লাই লোকালি’। প্ল্যানিং থিসিস ছাড়াও প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে আরও ছিল প্ল্যানিং ডকুমেন্টারি, ফটোগ্রাফি, প্ল্যানিং ডিবেট ও কুইজ।