সেতুর ‘এক্সপানশন জয়েন্টের’ সংযোজনকাজের কারণে উভয় প্রান্তে থেমে থেমে যানজট তৈরি হচ্ছে। আজ শনিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে জাগীর সেতুতে
সেতুর ‘এক্সপানশন জয়েন্টের’ সংযোজনকাজের কারণে উভয় প্রান্তে থেমে থেমে যানজট তৈরি হচ্ছে। আজ শনিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে জাগীর সেতুতে

ঢাকা-আরিচা মহাসড়কে সেতুর সংস্কারকাজ, দুই প্রান্তে যানজট

মানিকগঞ্জ সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে জাগীর সেতুর ‘এক্সপানশন জয়েন্টের’ সংযোজনকাজের কারণে সেতুর দুই প্রান্তে থেমে থেমে যানজট তৈরি হচ্ছে। এক লেনে কাজ চলায় অন্য লেন দিয়ে ধীরগতিতে যানবাহনগুলো চলাচল করছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই মহাসড়কের যাত্রী ও যানবাহনের শ্রমিকেরা।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা বলছেন, দীর্ঘ দিনের পুরোনো সেতুটির এক্সপানশন জয়েন্টের পাত বেঁকে তিন থেকে চার ইঞ্চি ফাঁকা হয়ে গেছে। সেখান দিয়ে যানবাহন চলাচলের সময় শব্দের পাশাপাশি ঝাঁকুনির সৃষ্টি হয়। এতে যানবাহনের চাকার সমস্যাও হয়।

সওজ সূত্র আরও জানায়, সেতুটিতে মোট ১২টি এক্সপানশন জয়েন্ট রয়েছে। সব কটি জয়েন্টের ফাঁকা স্থানে নতুন করে স্টিলের পাত বসানো হচ্ছে। গত বুধবার থেকে এ কাজ শুরু হয়েছে, চলবে ২৩ মার্চ পর্যন্ত।

আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে সরেজমিন দেখা যায়, উত্তর পাশের লেনের সংস্কার কাজের কারণে সেতুর একপ্রান্তে যানবাহনগুলোকে দাঁড় করিয়ে রেখে অপর প্রান্তের যানবাহনগুলোকে সেতুর দক্ষিণ পাশের লেন দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে দুই প্রান্তে মানিকগঞ্জ ও ঢাকাগামী যানবাহনগুলো ১৫ থেকে ২০ মিনিট সময় করে আটকে থাকতে হচ্ছে। এ কারণে সেতুর দুই প্রান্তে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

জরুরি কাজে ঢাকায় যাচ্ছিলেন ঢাকাগামী সেলফি পরিবহনের বাসের যাত্রী আরিফুল ইসলাম। অন্যান্য যানবাহনের সঙ্গে সেতুর পশ্চিম প্রান্তে আটকে পড়ে বাসটি। আরিফুল ইসলাম বলেন, মা হাসপাতালে ভর্তি থাকায় তাঁকে দেখতে ঢাকায় যাচ্ছেন। কিন্তু সেতুতে ওঠার আগে আটকে পড়ে বাসটি।

সওজের মানিকগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী আবদুল কাদের জিলানী বলেন, যাত্রীদের ভোগান্তি যাতে কম হয়, এ জন্য সেতুর সংস্কারকাজ দ্রুতগতিতে চলছে। নির্ধারিত সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি।