রাজবাড়ীতে জেল–জরিমানা সত্ত্বেও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে চলছে ইলিশ ধরা। গতকাল বুধবার রাত ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নদীতে অভিযান চালিয়ে ২৪ জেলেকে আটক করা হয়। ১৩ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত এ নিয়ে জেলায় মোট ২১০ জেলেকে আটক করে জেলা টাস্কফোর্স কমিটি। তাঁদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলার মৎস্য বিভাগ জানায়, রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর থেকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পর্যন্ত পদ্মা নদীর প্রায় ৫৭ কিলোমিটার অংশে অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকাল রাত ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৪ জনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৩৫ কেজি ইলিশ এবং প্রায় দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
রাজবাড়ী জেলা সদর, গোয়ালন্দ, কালুখালী ও পাংশা উপজেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে নেতৃত্ব দিচ্ছে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সমন্বয়ে গঠিত উপজেলা টাস্কফোর্স কমিটি। তাদের সার্বিকভাবে সহযোগিতা করছেন দৌলতদিয়া নৌ পুলিশ, মৎস্য বিভাগ ও জেলা সদরে স্থাপিত ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা।
সার্বিক বিষয়ে জেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব জানান, প্রতিদিন সকাল, দুপুর ও রাতে ভাগ করে অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান দল একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে গেলেই কিছু অসাধু জেলে ও ব্যক্তি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে নেমে পড়ছেন। আগামী ৩ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।