রংপুরে বৃষ্টিতে ভিজে রাজপথে বিক্ষোভ পদযাত্রা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মিছিল–স্লোগানে মুখরিত ছিল নগরের রাজপথ। আজ শনিবার দুপুর ১২টায় রংপুর প্রেসক্লাব চত্বর থেকে পদযাত্রা করে তাঁরা নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।
পূর্বঘোষিত বিক্ষোভ পদযাত্রা কর্মসূচি পালন করতে বেলা সাড়ে ১১টার পর থেকে প্রেসক্লাব চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। দুপুর ১২টায় সেখান থেকে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, জেলা পরিষদ সুপার মার্কেট, সিটি করপোরেশন, টাউন হল চত্বর, অফিসপাড়া কাচারি বাজারে এসে সমাবেশে মিলিত হয়।
পরে অফিসপাড়া কাচারি বাজার থেকে আবার মিছিল নিয়ে শহরের ধাপ চেকপোস্ট এলাকা দিয়ে মেডিকেল মোড় ঘুরে আবার টাউন হল চত্বরে এসে বেলা দুইটার দিকে পদযাত্রা কর্মসূচি শেষ করা হয়। মিছিলে ‘জেগেছে রে জেগেছে, বাংলাদেশ জেগেছে’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই মরল কেন, জবাব চাই, জবাব চাই’, ‘৭১ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
মিছিল–পরবর্তী সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের ৯ দফা দাবি পূরণ করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের গ্রেপ্তার অভিযান বন্ধ করতে হবে। অন্যথায় তাঁরা রাজপথ থেকে ফিরবেন না।