সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের আরেকটি আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে। বিমান বাংলাদেশের ফ্লাইটটি (বিজি-২৫১) ১৬১ জন যাত্রী নিয়ে গতকাল মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজার উদ্দেশে ছেড়ে যায়।
ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফিরতি ফ্লাইট শারজা থেকে আজ বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় ছেড়ে সিলেট এসে পৌঁছাবে পরের দিন বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে। এরপর সিলেট থেকে বেলা ১১টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা ১১টা ৪০ মিনিটে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ উদ্দিন আহমদ বলেন, ঢাকা থেকে সিলেট হয়ে শারজা রুটে সপ্তাহে প্রতি মঙ্গলবার একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। এর আগে ২৪ অক্টোবর সিলেট থেকে সৌদি আরবের জেদ্দায় সরাসরি বিমানের ফ্লাইট চালু হয়। শারজায় ফ্লাইট চালুর ফলে সিলেটের যাত্রীদের আর ঢাকায় গিয়ে ফ্লাইট ধরতে হবে না। এতে তাঁদের ভোগান্তি কমবে।