সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে জালজালিয়াতি করে রায় প্রদান ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে নারায়ণগঞ্জে আরও একটি মামলা করা হয়েছে।
গতকাল সোমবার রাতে নুরুল ইসলাম মোল্লা বাদী হয়ে বন্দর থানায় মামলাটি করেছেন। এ নিয়ে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে দুটি মামলা করা হলো।
মামলায় বিশ্বাসভঙ্গ করে প্রতারণা ও জালজালিয়াতি করে রায় দেওয়ায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী নুরুল ইসলাম রারায়য়ণগঞ্জ বন্দর থানার মদনপুর এলাকার বাসিন্দা। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার বাদী একজন সাধারণ নাগরিক হিসেবে মামলাটি করেছেন।
এর আগে গত রোববার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল বারী ভূঁইয়া বাদী হয়ে জালজালিয়াতি করে রায় প্রদান ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে এ বি এম খায়রুল হককে আসামি করে মামলা করেছিলেন।